শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১

গভীর রাতে থানায় ছাত্রীরা, ছাত্রীনিবাস মালিক গ্রেপ্তার

প্রতিবেদন : মোঃ জাকির হোসেন
<b>গভীর রাতে থানায় ছাত্রীরা, ছাত্রীনিবাস মালিক গ্রেপ্তার </b>
ছবি : সংগৃহীত

রাজশাহীর একটি ছাত্রীনিবাসে খাবারের মান নিয়ে প্রতিবাদের জেরে ছাত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর রাতে থানায় হাজির হন প্রায় ৩০০ ছাত্রী। তারা মিছিলসহ থানার সামনে জড়ো হয়ে বিচারের দাবি জানান। ঘটনার জেরে ছাত্রীনিবাসের মালিক আবদুল মতিন (৬০) ও তার দুই ছেলে রাব্বুল হাসান পলক (২৪) ও ইয়াসিউল হাসান ঝলক (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ঝলক-পলক মেস’ ছাত্রীনিবাসে। সেখানে থাকা ছাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের খাবার পাচ্ছেন। রবিবার সকালে খিচুড়িতে বালি ও পাথর পাওয়ায় এক ছাত্রী প্রতিবাদ করলে মালিকপক্ষ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

অবরুদ্ধ ছাত্রীরা থানা অভিমুখে

ছাত্রীরা জানান, সকাল থেকে তাদের ছাত্রীনিবাসে অবরুদ্ধ করে রাখা হয়। মালিকপক্ষ হুমকি দেয়, রাতে ফটকের তালা খুলে সবাইকে ছাত্রীনিবাস ছাড়তে হবে। রাতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তালা ভেঙে তাদের বের করে আনেন। এরপর মিছিল নিয়ে ছাত্রীরা বোয়ালিয়া থানায় উপস্থিত হন এবং মামলা করেন।

মালিকপক্ষের বিরুদ্ধে মামলা

থানায় উপস্থিত হয়ে ছাত্রীরা ছাত্রীনিবাসের মালিক, তার দুই ছেলে, এবং আরও এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের প্রতিশ্রুতি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মতিয়ার রহমান জানান, “ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক রয়েছি। এমন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

নিষ্পত্তির অপেক্ষা

ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তা এবং ন্যায্যতা নিশ্চিত করা হবে। ছাত্রীনিবাসের অপব্যবস্থাপনা নিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়